গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:কে তাহারে চিনিতে পারে ভাই
১২৪
কে তাঁহারে চিনিতে পারে ভাই।
মানুষের চরণ না চিনিলে উপায় নাই ॥
কাশী কি মক্কায় যাওরে মন দেখতে পাবে মানুষের বদন।
ধ্যানধারণা ভজনপূজন মানুষনিধি সর্বঠাঁই ॥
মানুষের আকার ধরে খোদ খোদা যে ঘোরেফেরে।
যবন কাফের বলে কারে দিলে গো তাড়াই ॥
দেখিয়া মানুষের দশা দুদ্দুর মুখে নাইকো ভাষা ।
মনেতে করি গো আশা একদিন জানবে সবাই ॥

তথ্য