গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কে তোমায় এই বেশ দিয়েছে
৮৫
কে তোমায় এই বেশ দিয়েছে।
এমন নবীন বয়সে সন্ন্যাসীবেশ পরায়েছে ॥
তার কি দয়া নাই অন্তরে লেংটি দিয়ে সাজায় পেরে ।
এমন কি হারালিরে পাই নে তার দিশে ॥
ঘর ছেড়ে বাহির হলি জননীরে পাগলিনী করলি ।
নির্মলকুলে কালি দিলি বল কাহার আশে ॥
বলে সব নদিয়াবাসী ঘরে ফিরে চলো সন্নাসী ।
দুদ্দু বলে তাহার দাসী হবে সব অবশেষে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১৭৪।