গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:কি কথা শোনালেন বারী
১২২
কেমন সেই ধোপানীর চরণ ।
একবার নিষ্ঠা করে দেখরে মন ॥
শন্ত্র শান্ত্র তীর্থ ধর্ম নয় সকল ছেড়ে চরণ ভজতে কয় ।
কেমন সেই করণ হয় ভেবে নাও এখন ॥
গয়াগঙ্গা যে চরণে কোটি স্বর্গ উদয় সেখানে
তাহা কি কেউ চেনে সামান্যে প্রেমের করণ ॥
যেবা চেনে চরণনিধি সেই পাবে অমূল্যনিধি
দুদ্দু কয় তাই কেমনে সাধি লালন শীইর চরণ ॥

তথ্য