কেন কলার ফাৎরায় কুল ঢেকে বলোরে ও ভাই।১২৫
ভিতরে অকুল সুমুদ্দুর বাহিরে ভাওড়া সদাই ॥
সামান্য কুলের খোটা বাঁধিয়ে ল্যাটা।
গেলো সেই অকুলেরটা একবারে তো জানলে না তাই ॥
কুলকে আজল ভেবে মরিলে কুল কোথা রবে।
কখনও কি সঙ্গে যাবে কুলবস্ত কি দেবে রেহাই ॥
বাইরে করো অজাতশক্র ভিতরে করিলে না মিত্র ।
দুদ্দু বলে জাতিগোত্র ভাবিয়া দিন গেল সদাই ॥