গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কেন বেগার খেটে মরো মনুরায়
১৮০
কেন বেগার খেটে মরো মনুরায়।
আপন ঘর আধার হয় ॥
মজার চাকরি পেয়েছো একটি তারেই তুমি ভেবেছো খাঁটি ।
শিষ্য করে বেড়াও পাটি ঠিক নাই আত্মায় ॥
আপন ঘরের নাহিরে অন্বেষণ পরের ঘরের হদিস দাও এখন।
দেখিয়া তোমার কাণ্তকারণ বড় দুঃখ হয় ॥
পড়বেরে কালের সেই হাতে বকাবকি খাটবে না তাতে ।
দরবেশ লালন শীইর চরণেতে দুদ্দু বিরাম চায় ॥

তথ্য