কেন দিন থাকিতে শাঁইর খাতায় সই পলো না।২৩৭
দিনে দিন গেলোরে দিন আর হলো না
ভেবেছিলেন লঙ্কাপতি স্বর্গসিড়ি করবেন স্থিতি ।
আজ করি কাল করি বলে শেষে হলো না
শুভস্য শীঘ্রম বাণী শান্ত্রেতে আছে বাখানি।
জানলে নাকি যে করণি তাইতে সই দিলে না ॥
আহারে জনম পেলি পেয়ে জনম কি যে হলি ।
কথা বেচে রাত পোহালি দুদ্দু দিনকানা ॥