কেন দরগাতে গত হলি মন।১২৬
পিছে রেখে মানুষরতন ॥
যে করে দরগা গঠন তাঁরে চিনলি না মন।
তাই তো এতো যতন দেখিরে এখন ॥
শিলনোড়া বৃক্ষমূলে কপাল ঠুকে মরে গেলে।
নিকটের রতন ফেলে দূরেতে গমন ॥
ঠিকানা হবে কোথায় ভাবলে না একদিনও মনুরায়।
দীনহীন দুদ্দু তাই কয় মানুষের চরণ ॥