গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:কেন কাশীবাসের সাধ হলোরে তোর
২৩৬
কেন কাশীবাসের সাধ হলোরে তোর ।
নিলি তাইতে কৌপিনডোর ॥
গৃহে ছিলি ভালো ছিলি কেনরে উদাসী হলি।
করেতে চিমটে নিলি সূর্যে ব্যোমভোলা সার ॥
যদি ঠিক হতিস মনা পেতিস এই মানুষে তোর ঠিকানা ।
উদাসীর মন্ত্রে গেলে মুক্তিমোক্ষ চোর ॥
ত্যাজ্য করি মোক্ষসিদ্ধি চিনোরে মানুষনিধি
দুদ্দু কয় আমার বুঝি যেতোরে ঘোর ॥


তথ্য