গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:খোদরূপে আছেন খোদায়
২৪২
খোদরূপে আছেন খোদায়।
খুদি ছেড়ে বেখুদ হলে খোদাকে সে দেখতে পায় ॥
খুদি শব্দের দুই অর্থ হয় আমি খুদি আর সে খোদায়।
জাতেতে সেফাত দেখা যায় সেফাতে জাত রয় ॥
মোকাম মঞ্জিল লতিফাতে খোদাছাড়া সাধন যাতে ।
শেরেকী হইবে তাতে জানো হে নিশ্চয় ॥
খোদরূপেতে খোদাতা'লা খেলছে সে কুদরতি খেলা ।
কুল্লে সাঁই মোহিত আলা স্বয়ং কাদির হয় ॥
খোদরূপেতে সেইরূপ জানা দ্বিদল তাঁর বারামখানা ।
লালন কয় সে ভেদ জানা দুদ্দুর কার্য নয় ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২৮১।