গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: খোদার বান্দা নবীর উম্মত হওয়া যায় যাতে
১৭
খোদার বান্দা নবীর উম্মত হওয়া যায় যাতে ।
যেজন খোদর বান্দা হয় তরিক তাহারে কয় জাহেরা পুসিদাতে ॥
বান্দার মর্ম খোদা জানে দেখো লেখা আছে কোরানে ।
পাঞ্জগানেতে দেখো পাক পাঞ্জাতন তাতে ॥
আকার নবী সাকার খোদা আকারে সাকারে বান্দা ।
রঙরূপ রয় সর্বঘটেতে সাত তবক আসমান বান্দাতে ॥
আল্লাহ রয় বান্দাতে মিশে তার অঙ্গরূপেতে ।
সর্বঘটে আছে দুদ্দু কয় আল্লাহরূপেতে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১১৯।