গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:কি আছে তাহার তুলনা এ ভবে
১২১
কি আছে তাঁহার তুলনা এ ভবে।
শ্রীরূপ গুণের নিধি যে চরণ দেবে
পাপী অধমজনে পার করেন নিজগুণে ।
আপন বলি জানে ভবের সবে
শ্রীরূপের মহিম অপার খুঁজে নাও রসিকের দ্বার ।
মানুষ ভজনের সার আপন করে নেবে ॥
যদি তারে পারে চিনতে যাবে ভাই ভবের চিন্তে ।
দীন দুদ্দু পায় না জানতে মনের পাপে ॥

তথ্য