গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কিবা রসের সেই নদী
৩০৯
কিবা রসের সেই নদী ।
বহিছে উজান নিরবধি॥
চিনিলে জ্ঞান থাকে না ধর্মের ঘরে দেয় হানা ।
চিরকাল আনাগোনা ব্রহ্ষাপ্ভেদী ॥
সেই নদীতে দিয়ে খেয়া সেই করে ভাই আসাযাওয়া ।
জীবনমৃত্যুর নেয়াদেয়া সৃষ্টি অবধি ॥
খুঁজলে সেই নদীর গোড়া হয়ে যাবে ছন্নছাড়া ।
আপন ঘর দিয়ে ভাড়া দুদ্ছুর সেই গতি॥

তথ্য