গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কি ভয় তাহার শ্রীরূপ যাহার আছে সহায়
২৩১
কি ভয় তাহার শ্রীরূপ যাহার আছে সহায় ।
ব্রিজন্মের কাজ সে একজনমে সেরে যায় ॥
করে না সে ধর্মের বিচার জাতের মধ্যে নাই মন তাহার ।
স্বরূপে করে বিহার ভবনদীর কুল পায় ॥
জ্যান্তে মরণ হয় তার শ্রীরূপের চরণ মাঝার।
একই স্থানে সব জানে তার থেকে আপন যুতে তায় ॥
যা করো ভাবিয়া করো শ্রীরূপ চিনিয়া ধরো ।
দুদ্দু কয় চরণ তার ধরে যদি মনে লয় ॥

তথ্য