কি বলবোরে আমার বঁধূর গুণপনা।৪৭
আমার চরণ ধরে কেঁদে কেঁদে বাঁচে না ॥
বলে আমার পায়ে ধরি ঐরে বংশীধারী।
ধেনু চরায়ে ফিরি শুধিতে তোরই দেনা ॥
মনে কি পড়ে না মোরে সত্যত্রেতা ঘুরে ফিরে।
এসেছি আজ নন্দের ঘরে ধুলোমাখা চরণখানা ॥
এত বলি ললিতারে কয় শুনে কথা দুদ্দু অবাক হয়।
নারীর চরণ সে মাথায় নেয় ত্রিব্জগতের সার যেজনা॥