গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কি ধর্ম প্রচারে গোরা যারে
৯২
কি ধর্ম প্রচারে গোরা যারে প্রেমের ধর্ম কয়।
তবে কেন হরিদাসে হরিনাম নিতে হয় ॥
সর্বধর্মে আছে মুক্তি বৈষ্ত্বেরা বলে যুক্তি ।
তবে কেন এরীতি হরিদাসের বেলায় ॥
পক্ষপাতিত দোষে দুষ্ট ভাই বৈষ্তবমত সে।
তাইতে বাউল সেই দোষে দেখতে যা পায় ॥
কৃষ্ণ বিনে প্রেমের করণ কোনও নবী কি জানেনি কখন ।
তবে কেন এমন বচন কৃষ্ণের 'পরে দেয় ॥
বৌদ্ধতন্ত্রের করণ পঞ্চরসিক করে নিরূপণ ।
শাক্তমতে এসে মিলন তাইতে হয় ॥
সাহিত্য কাব্যের তরে রাধাতত্ সৃষ্টি করে।
এ ভাবে সৃষ্টি হয়রে দুদ্দু তাই জানায় ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১৮৫।