গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কি হবে সময় গেলে ভাই
২৩২
কি হবে সময় গেলে ভাই।
সকালে যা করো তাই সিদ্ধ হয় ॥
এ সকাল হবে বিকাল গেলে ভাই এ মজার কাল ।
শেষে আর পাবে না তাল কোনও ঠাঁই ॥
যাকরো করে ত্বরায় ভাবিলে ভাবনা উদয়।
ঐ দেখো নিশি পোহায় দেখিতে পাই
যোগ্য যেখানে মন যার সে জানে মর্ম ইহার।
দীন দুদ্দুর কথার ব্যাপার লোকসান তাই ॥

তথ্য