গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কি মন্ত্র দিলোরে তোরে ভারতী গোসাঁই
৮৩
কি মন্ত্র দিলোরে তোরে ভারতী গোসাঁই ।
দয়ামায়া তাঁর প্রাণে কি কিছু নাই ॥
ঘরের বাহির করলে যারে এ দশা হয় যেন তারে।
অতিদুখে শচী ফুঁকারে বলে নিমাই ॥
ফিরে চলো মানিক আমার ঘরে ফিরে চলো এবার ।
ওদিকে বিষ্ণুপ্রিয়া তোমার কাঁদে সদাই॥
একা পুত্র নিমাই আমার এমন করে করলি ছারখার ।
দুদ্দু বলে তোমার দিলাম দোহাই ॥

তথ্য