গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:কিবা রে কুদরতী মহিমা তাঁহার
২৩০
কিবা রে কুদরতী মহিমা তাঁহার।
কি করিতে আসোরে মন করো না খোজ যাঁহার ॥
এ পারেতে যে আনিল তীহারে চিনিয়া চলো ।
আখেরে হবেরে ভালো মনরে তোমার ॥
এতো তাপজ্ীলা পেয়ে চিনলি নে মন ভেয়ে।
বেলা যায় দেখো চেয়ে দেখো মন আমার ॥
লালন শাঁই দরবেশের বচন বুঝে চল দুদ্দু এখন ।
কোথায় না জানি কখন গতি হয় এবার ॥


তথ্য