গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কবেরে মানুষচাঁদের শ্রীচরণ পাবো
১৭৫
কবেরে মানুষচাঁদের শ্রীচরণ পাবো ।
যাবে সব যাতনা মোর কামনা সেই চরণে সপে দেবো ॥
কবে দয়া হবে তাঁহার যাবে আমার ভবের বিকার ।
কবে মিলন হবে দোঁহার' সেই চরণে মিশে যাবো ॥
নয়নজল আর মনোফুলে দিয়ে কুসুম শ্রীচরণ যুগলে।
বসিব নদীর কুলে সেই চাঁদনিধি হেরিব ॥
কুদরতী ঘাটের কিনারায় দিনে দিনে আমার দিন যায়।
কি দশা হলো আমার হায় দোষ কারে দেবো ॥
সব বিশ্বাস মানুষচাদে করে অধীন দুদ্দু কাদে।
লালন শীইয়ের প্রেমফীদে তাই তো বেঁধে খাবি খাবো ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২৪২।