গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কই হলো বন্দেগী আদায়
১৭৪
কই হলো বন্দেগী আদায়।
দুনিয়া যাদুকর বুড়ি ভুলালো ফেরেব বাহানায় ॥
বন্দেগী করিব বলে এসেছি করার দিয়ে ।
সে সকল গিয়াছি ভুলে দুনিয়ার খেয়ালে সদাই ॥
দুনিয়া জানানা মালে তাহাতে গ্রেফতার হলে ।
দুনিয়াদার তারেই বলে এবাদতে মন নাহি রয় ॥
আদ্‌ দুনিয়া জেফাতন কুলবিহি তালেবন।
নবীজীর হাদিসে লিখন কুত্তা বলে গালি তারে দেয় ॥
তরকে দুনিয়া ধারা এবাদতে কামেল তাঁরা ।
লালন বলে দুদ্দু ত্যারা দেখে শুনে জ্ঞান নাহি হয় ॥

তথ্য