গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কলি বলে কেন কলিকালকে দোষা হয়
১১৮
কলি বলে কেন কলিকালকে দোষা হয়।
জ্ঞানবিজ্ঞানের দ্বারা মনুষ্যত উপজয় ॥
সেকালে আদমগণ জানতো না কোথায় কোনজন।
তাই তো এতো অমিলনে ধর্মশান্ত্র সমাজ হয় ॥
কোন দেশে কাহার বাস কোথা ধর্ম কোথায় প্রকাশ ।
একালে জেনে এসব মানুষজাতি জ্ঞানবুদ্ধি পায় ॥
বেদ বাইবেল কোরান ব্রিপিটক গ্রন্থসাহেব কনফুসির মত ।
দুদ্দু বলে জানে তো এসব একালের সকল জনায় ॥

তথ্য