গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কলিকালে ধর্মের নামে কতো রঙলীলা
১১৭
কলিকালে ধর্মের নামে কতো রঙলীলা।
ধর্ম নিয়ে সবাইরে ভাই করে খেলা ॥
আন্দাজে করে গরুপার তাই জানে সকলেই সার।
হিন্দু মুসলিম খ্রিস্টান আর বৃদ্ধের চ্যালা ॥
ধর্মযাজক জগতজোড়া লোভে কামে যাচ্ছে মারা ।
মনুষ্যত্ব ন্যায় সত্যহারা শুধু শুধু মুখে বলা ॥
অন্তরে নাই সত্যের অক্কুর শুধুইরে ভাই বাড়ায় শত্তুর ।
দীন দুদ্দু বলেরে তাই কি বলবো মুখে তালা ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২০৭।