কলিকালে লেংটিটানা সার হলোরে।২২৮
দুনো কাজ আসি করি কর্মের ফেরে ॥
আগে দিন ছিলো ভালো সেদিন তো চলে গেলো ।
এখন অবেলায় পড়ে ঘোলায় ডাকি কারে ॥
আমার এই জীবনমরণ জান জাত সবই গুরুর চরণ ৷
হতো না শেষে এমন কালেরই ঘোরে ॥
লালন শাইর চরণখানি ভুলে আকাশপাতাল জানি ।
দুদ্দু কয় ভূতের ব্যাগার আমি খেটে যাইরে ॥