গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:কোন্‌ কৃষ্ণ হয় জগতপতি
৪৯
কোন্‌ কৃষ্ণ হয় জগতপতি ।
মধুরার কৃষ্ণ নয় সে সে কৃষ্ণ হয় প্রকৃতি ॥
জীবদেহে শুক্ররূপে এ ব্রহ্মাণ্ডে আছে ব্যাপে।
কৃষ্ণ তারে কয় পুরুষ যে হয় সেই রাধার গতি ॥
কৃষ্ণবস্তু নিগমঘরে জীবদেহে বিরাজ করে ।
রসিকের করণ সে কৃষ্ণ ধারণকরণ গম্ভীর অতি ॥
আত্মতত্ত্ব জানে যেজন কৃষ্ণসেতু চেনে সেজন।
লালন শাঁইর বাণী রসিক ধনী বলে দুদ্দুর প্রতি॥


তথ্য