গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কোন রসেতে কোন মানুষের আগমন
২৪১
কোন রসেতে কোন মানুষের আগমন ।
রস ভিয়ান করো নিরূপণ ॥
চর্ব্যচোষ্যপেয় শব্দ স্পর্শ রূপ রস গন্ধে সাধক নির্যাস।
কোন রসের স্থিতি কোথায় উৎপত্তি সাধক করে বিচক্ষণ ॥
গুরুরসে ক্ষীরছানা হয় দুগ্ধ দধি ভিয়ানের দ্বারায়।
জরদে সরদ যাতে হয় ক্ষমীরোদ রসিক করে সাধন ॥
ইক্ষুরসে গুড়চিনি হয় মিছরিউলা ফলায়।
ভিয়ানের দাঁড়ায় নায়িকা নায়কে করেন সুধামৃত মিলন ॥
অখণ্ড ইক্ষু জ্বালের দ্বারায় গুড় কি চিনি তাতে কিছুই প্রান্তি নয়
দুদ্দু তাই পেলে রসিক নামপাড়ায় শুধুই গরল উপার্জন ॥

তথ্য