কপাল কারও মন্দ নয়।২২৬
মিছে কপালদোষ মনুরায় ॥
হায়াত মউত রেজেক দৌলত এতে নাকি আছে খোদার হাত।
জানিলে খোদার এবাদত মানুষ সত্য পায়
নিষ্রিয় করে অদৃষ্টবাদী হয়ে সবাই নিরবধি ।
মানুষের বংশলোপের বুদ্ধি হয়ে যায় ॥
অদৃষ্ট কপাল যা কয় সকলই জীবে সৃষ্টি করে লয়।
এসব কারও হাতের মুঠোয় নয় দুদ্দু তাই কয় ॥