গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কপালের দোষ কেন দাও ভাই
২২৭
কপালের দোষ কেন দাও ভাই।
আপনি করো সকল দিয়ে কপালের দোহাই ॥
কপাল অদৃষ্ট যার নাম মানুষে সৃজন করে তামাম।
ভাবিলে সেই আলাক মোকাম হয়রে সকল সাফাই ॥
জ্ঞান বুদ্ধি কর্মেরই জোরে কেউ রাজা কেউ প্রজা নাম ধরে।
মিছে সংস্কারে পড়ে বলে কপালেতে নাই ॥
কপাল কপাল করো না কখন এই সকল মানুষের সৃজন ।
বিনয় করে বলছে লালন দুদ্দুর বুদ্ধি নাই ॥

তথ্য