গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কপালগুণে গেলি ক্ষ্যাপা কর্মদুষে
১১৫
কপালগুণে গেলি ক্ষ্যাপা কর্মদুষে ।
তাই তো ঝোলাটানা সার হলো অবশেষে
হীনবীর্ষে নিয়ে জনম হারালি পরম রতন।
দুকুল খোয়ায়ে এখন বলিস কপালে নাই সে ॥
না হলো সংসারপোষণ হলো না সাধনভজন।
শুধু হরি আলাক্ববচন শুনিরে শুধু দেশে ॥
এখন আর মহৎ জন্মে না বলে কোন পাযন্ডজনা ।
সাধনের নাই ঠিকানা দুদ্দু দেখে কেঁদে ভাসে ॥

তথ্য