গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: করো না শরাফতীর বড়াই
১১৬

করো না শরাফতীর বড়াই ।
সৃজনকর্তার দ্বারে এর মূল্য নাই ॥
যারা করে জাতির অভিমান তারা তো মরদুদ শয়তান ।
মানুষে নাই হীন অসম্মান কোনকালে ভাই ॥
যারে বলো কলু জোলা সেই জোলাই কবীর জোলা ।
তাঁর দ্বারে বাঁধা কালা ভক্তের মুখে পাই ॥
শিক্ষাদীক্ষা সাধনার গুণে ইতর বিশেষ এই ভুবনে ।
বীর্যে কেহ হীন নহে দুদ্দু ভণে তাই ॥

তথ্য