গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কত জ্বালা কত পোড়া আমার পরানে
৪৪
কত জ্বালা কত পোড়া আমার পরানে।
সখি তোরা বুঝিবি কেমনে ॥
এ রূপেতে দিয়ে নয়ন সঁপে দিছি জীবন যৌবন।
কিভাবে বাঁচিব এখন প্রাণকানু বিনে ॥
গৃহেতে রাখিয়া তনু কেঁদে মরে কোথা কানু।
শরমে মরিয়া রইনু শাশুড়ি ননদীর গুণে ॥
এনে তারে দেখা সখি আমার মনচোরা কোমল আঁখি ।
দুদ্দু বলে আমি দেখি শ্রীরূপের সনে ॥

তথ্য