গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কতো মত দেখি এদেশে
১১৪
কতো মত দেখি এদেশে।
ঘোষপাড়া শম্ভুচাঁদে এদেশ জুড়ে গেছে ॥
লেংটিআঁটা বৈষ্টম বাবাজী সঙ্গে নিয়ে কতো মাতাজী।
গাঁজা খেয়ে হয়ে গাজী ফেরে দেশবিদেশে ॥
পাদরি সাহেবেরা বলে এসো ভাইসব যীশুর দলে।
স্বর্গ ঈশ্বরপথে যায় সকলে শূকর খেয়ে হাসে।
টুপিওয়ালা তাবিজ বেচা মুসলমানের এই দুর্দশী ।
দুদ্দুর মুখে নেই আর ভাষা এসব দেখে শুনে শেষে ॥

তথ্য