গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কয় বেনা তরিকায় শুনি
১৭৬
কয় বেনা তরিকায় শুনি ।
আরকাম আহাকাম কোন চিজ কারে করলেন দানী ॥
পুরুষ কখন হয় জানা নাই হাল কোন কর্মে হলেন বেহাল।
জানা না হইলে কি ফল কোন আকার ধরিলেন তিনি ॥
খেরকা ডোরকৌপনী কোথা হতে পেলেন তিনি ।
জানা যায় কি গুণবাখানি কোন আয়াত পাঠাইলেন গনি ॥
তরিকজ্ঞানী লালন শাঁই কয় আসল বেনা সহজে সহজ সে না।
দুদ্দু ভেবে ভেদ পায় না ঘ্বুরে ঘুরে খায় চুবানি ॥

তথ্য