গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কুদরতী আজব শাঁই ম্যারে
৩১০
কুদরতী আজব শাঁই ম্যারে।
অপার মহিমা তাঁর কার সাধ্য বুঝতে পারে ॥
শূন্যাকারে একেশ্বরে ছিলেন আপে পরওয়ারে ৷
আপনার ক্ষমতার জোরে নূর আলা নূর সৃজন করে॥
নূরের হুজরা করে নূর সিংহাসন তার মাঝারে ।
নূরনবী বসে তার উপরে দেখে শাঁইয়ের রূপ সেজদা করে ॥
খুশি হয়ে পরওয়ারে হুকুম দিল নবীজীরে।
ছের তোলো পেয়ারা ম্যারে সৃষ্টির ভার দিলাম তোমারে॥
আহাদে আহমদ হলো মনোবাঞ্ছা পুরাইল।
কুল আরেফিন সৃজন করিল লালন শাঁই কয় দুদ্দু বুঝতে নারে ॥

তথ্য