গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: লা ইলাহা ইল্লাল্লাহ জেকের মাওলা
২৮৭
লা ইলাহা ইল্লাল্লাহ জেকের মাওলা পড়ো দমবেদমেতে ।
দমেতে করো লেহাজ আকবরী হজ হবে তোমার দেলকাবাতে ॥
নবীজীর হুকুম সারে জারি করে আবু হুরাইরা জেকেরেতে ।
জেকেরের গুণাগুণ সব মজনুন লিখিলেন বেলায়েতে ॥
দমে যে করে ধিয়ান পায় সে সন্ধান মোরাকাবা হয় যাহাতে ।
মোশাহেদা করে হাসেল হয় সে কামেল হাজির থাকে হুজুরেতে ॥
সাদেকী ইশক হলে ন্যস্ত স্থানে গম হয়ে যায় নূরের কলে ।
বাতাস পানিতে য্যায়সা মেলে ত্যায়ছা নফি এজবাতেতে ॥
কামেল মোর্শেদ যার হয় সেই জানতে পায় আইনাল হক ফুকারে যাতে ।
লালন শাহ্ দরবেশের বচন হয় নাস্মরণ দুদ্দু না ডুবিল তাতে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩০৪।