গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: মাবুদ মওজুদ খোদা এইদেহেতে রয়
৩২৮
মাবুদ মওজুদ খোদা এইদেহেতে রয়।
কি বন্ত কি আকার সে যে কর তাঁর নির্ণয় ॥
এইদেহের মালিক রব্বানা কোন মোকাম তাঁর বারামখানা।
তাঁর সাথে নাই দেখাশোনা থেকে এক জায়গায় ॥
প্রমাণ কালামুল্লাতে কুলবুল মুমিন আয়াতে ।
আছে বান্দার ক্বলবেতে আরশ খোদাই
বস্ত হাসেল হলে পরে আকবরী হজ হয় তাঁহারে।
সাক্ষাতে রূপে সেজদা করে বন্দেগী আদায়
বস্তু না হলে পরিচয় চিনি বহা বলদের ন্যায়।
বহে বোঝা লজ্জা না পায় দুদু তেমনই প্রায় ॥


তথ্য