মালেক হাকিম নাম তোমার ।১৯৩
জানবো করলে আমার বিচার ॥
কিন্তু ইন্দ্রিয় করে দোষ তবে হয় কেন আমার দোষ ।
আমি কেন মরি ওহে কান্ডারী কসুর হয় আমার ॥
যা করাও আমি করি হয়ে থাকে ক্রটিকারী।
তবে কেন আমার তরী ডোবে না এবার ॥
পাপপুণ্য আপন হাতে তবে কি বিচার তোমাতে ।
দুদ্দু কয় বিধিমতে লালন শাঁইজী সার ॥