মানুষ মানুষ সবাই বলে ।১৯১
মনুষ্যত্ব অর্জন হয় কি করিলে ॥
মানুষ মোর্শেদ ধরো তবে সব জানিতে পারো ।
নীরেতে আছে ক্ষীর যদি সে বলে ॥
মানুষের বাজার যেথায় সাধুসন্ত আছে সেথায় ।
কার সাধ্যি সেখানে যায় কৃপা না হলে ॥
লালন শাঁইর করণ ভারি দীন দুদ্দু কয় ফুকারি।
দিও মোরে চরণতরী কাঙ্গাল বলে ॥