গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: মানুষ রেখে পূজে ম'লি খড়ের বোন্দা
১৪৯
মানুষ রেখে পূজে ম'লি খড়ের বোন্দা ।
এমন বেওকুফ কে দেখেছে এমন ধাঁধা ॥
শিব কালী কৃষ্ণ নারায়ণ মানুষে সবাই হলে নিরূপণ ।
জ্যান্ত ত্যাজে তবে কেন মরা ভজে মরিস দাদা ॥
শক্তিসাধক পুণ্যবান যাঁরা দেবের খ্যাতি পেয়েছেন তাঁরা।
সে দেব এখন হয় না সৃজন বলে কোন গাধা ॥
নররূপ হলো তাঁহারই রূপ তুলসীনোড়া পূজে কোন বেওকুফ ।
দরবেশ লালন বলে দুদ্দু ভুলে খুঁজে বেড়ায় ধাধা ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২২৩।