মানুষ ভজনের কথা জানাই তোরে ।১৯০
যাহাতে অমর হবি যমযাতনা যাবে দূরে॥
নরনারী নির্বিকার হয়ে দোঁহাকে জানিবে দোঁহে।
গীবনের অকৈতব গৃহে অত্নতত্ত্বের খবর করে ॥
যাহাতে সৃজন বর্ধন যোগে তাহা করবি গ্রহন ।
দীর্ঘ পরমায়ধর কারণ জনম তার মরণের দ্বারে ॥
এ দেহকে নিত্য ভেবে আত্নবস্তু খুঁজে নেবে।
লালন শাঁই বলছেন তবে জানবি দুদ্দু মেয়েরে ধরে ॥