গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:মানুষের জনম কারে কয়
১৯২
মানুষের জনম কারে কয়।
মানুষের চরণভজে জানিতে হয় ॥
সেবা কর্ম নিদ্রা রমণ পশুপক্ষী করেরে মন।
কি জন্য মনুষ্যজনম শ্রেষ্ঠ তবে কয় ॥
মানুষের করণকারণ মানুষচাদের ভজনপূজন ।
জাতাজাতের নাহি পালন মানুষ কহি তায় ॥
কারও ব্যথা নাহি দিলে ব্যথা কভু নাহি মিলে ।
দীনহীন দুদ্দু বলে লালন শাঁই যা কয় ॥


তথ্য