২৭৪
মানুষে করে কার্য খোদার দোষ ধরে ।
অত্যাচারী অবিচারক আরোপ করে খোদার 'পরে ॥
চোরে যায় করিতে চুরি বলে খোদা ধরা না পড়ি।
এমনি তো দেখি বরাবরই দেখে খোদায় ক্ষুদ্র করে ॥
চোর দত্যি সাধু যা বলে হলে খোদা সবার দলে ।
গোল বাঁধে কার্ষকালে এই ব্রিজগত জুড়ে ॥
আপনি করিয়া করণ ভুল ধরে সেই নিরঞ্জন ।
দুদ্দু কয় এমনিরে মন বলো না বলো নারে ॥