গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: মানুষলীলে শ্রেষ্ঠলীলে সর্বলীলে তাহার লীলে
৩২৭
মানুষলীলে শ্রেষ্ঠলীলে সর্বলীলে তাঁহার লীলে।
স্বয়ং অবতার মানুষ মানুষলীলাসার
যতো অবতার তাতে মিশিলে ॥
চন্দ্রসূর্য একই কালে উদয় এ ভূমণ্ডলে
দেখি নাই তাহা এমন কোনও কালে।
চিত্তগুহার তমোরাশি নাশিলে ॥
অবতীর্ণ শ্রীচৈতন্য কলিযুগ হলো ধন্য
ক্ষিতিরতি হয় নামব্রহ্মপূর্ণ।
ঘরে ঘরে সবার নামপ্রেম প্রচার যারে তারে বিতরণ করিলে ॥
হরি বলে নেচে নেচে পথ চলে
দুইবাহু তুলে নিয়ে ক্রোড়ে হেলে দুলে ।
ভাসিতেছে হরি অগাধ নয়নের জলে
সাথে নাচে সর্বজাতি মিলে
বাহু তুলে হরি হরি বলে
প্রভু আচন্ডালে মহাপ্রেম দিলে ॥
জীব তরাতে এই মানবলীলে শুদ্ধভক্তিবলে
বেদের আচারবিচার না মানিলে ।
লালন শাঁইর চরণ দুদ্দুর উদ্দীপন
গুরুস্বরূপ সমাজলীলার উপরে লীলে ॥


তথ্য