গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:মানুষরতন চিনলে নারে ভাই
১৫০
মানুষরতন চিনলে নারে ভাই ।
গেলে পুতুলপূজে জনম গেল তাই ॥
যে ভাস্করে গড়ে পুতুল তাঁর চরণ করিয়া ভুল।
পূজে সকল মাটির পুতুল দেখিরে তাই ॥
চিনলে নারে রাঙ কি সোনা কিনলিরে মন পিতলদানা ।
ভবিষ্যতে যাবে জানা দেখিতে পাই ॥
সমঝে করো বেচাকেনা এমন জনম আর পাবে না।
দীনহীন দুদুর বর্ণনা যাইরে গাই॥


তথ্য