গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: মানুষের মনস্কামনা ধরতে আমার সাধ্য নাই
২৭৫
মানুষের মনস্কামনা ধরতে আমার সাধ্য নাই ।
শূন্যভরে বিহার করে সেদেশে কেমনে যাই ॥
আগম নিগম শ্রবণ মনন ইহাদের গমনাগমন সেদেশে নাই ।
ত্রিসংসারময় নির্জনালয় কি ছাড়া এই শূন্যকোণায়
শূন্যগুহায় মানুষরতন সেইদেশে কেমনে যাই
জলে যেমন সূর্যোদয় ধরতে গেলে কে হাতে পায়
আধারে মূলাধার ধরায় দেখো তেমনই প্রায় ।
শূন্যভরে উদয় প্রেমভাব পরমব্রহ্মের যাতে ঊদয় লাভ
ব্রহ্মরূপ জ্যোতির্ময়ভাব ঘটে পটে সর্বঠাই ॥
টলাটল ছাড়িয়ে সাধন কিরূপ মানুষের করণ
রসিকজনার হয় ভাব নিরূপণ নিহেতু ভাবোদয় ৷
ভবের করায় আত্মস্থিতিজ্ঞান নাই রয়
লালন শাহ কয় মানুষধরা দুদ্দু ভেড়োর কার্য নয় ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২৯৮।