গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: মাতাল হলে মনুরায় ভবের লোভে
১৪৮
মাতাল হলে মনুরায় ভবের লোভে ।
জানলে নারে শমন কবে হানা দেবে ॥
এলে সেই কঠিন শমন কোথায় যাবে ইয়ার সুজন।
যাবে কোথা ভাই বন্ধুগণ মাটিতে দেবে ॥
মানুষগুরু দয়াল শীই চিনলে না মন কি জানাই ।
যে তোরে করিবে ঠাই রাত্রিদিবে ॥
চিনিলে তীহার চরণ শমনে ভয় ছিল কি মন।
ডেকে কয় দরবেশ লালন দুদ্দু নয় তাবে ॥

তথ্য