মেয়ের চরণ নেরে মাথায় করে।১৯৪
মেয়ে বিহনে এ ভুবনে গতি নাইরে ॥
ত্যাজে নারী বনবাসী হলিরে মকট সন্যাসী।
তাঁর চরণে গয়াকাশী দেখলি নেরে ॥
বাঞ্ছাকল্পতরু ধনী সাধুশাস্তরে প্রমাণ শুনি
বৈদিক ধোঁকায় নাহি চিনি কতু তাঁরেরে ॥
স্ত্রীরূপে সেই মা জননী রসিকমুখে হয় বাখানি
দুদ্দু রচে তার কাহিনি যুক্তকরে ॥