গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:মিছে কেন এতো হীনবুদ্ধি খ্রিস্টানের
১৫১
মিছে কেন এতো হীনবুদ্ধি খ্রিস্টানের।
শুধু যীশুখ্রিস্ট মুক্তিদাতা কয় তারা ফের ॥
একচোটে মুক্তিদাতা যীশু এই কথার অর্থ তো কিছু।
না পেয়ে হটিরে পিছু স্বজাতি স্বধর্মের টানি জের ॥
হেভেন স্বর্গ বেহেস্ত বলে পরস্পরে বড়াই সকলে ।
কেউ জানে না কোনদেশে গেলে মেলে এসব অবশেষে আখের ॥
আমরা মানুষ ভজি ভাই যা বলেছেন দরবেশ লালন শাঁই।
দুদ্দু বলে ওসবে কাজ নাই মত নিয়ে সেই মেরীর যীশুর খ্রিস্টানের
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২২৪।