গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: মোহম্মদের জন্ম যদি হতো এ দেশে
২৫
মোহম্মদের জন্ম যদি হতো এ দেশে।
বেহেশতের কোন্‌ ভাষা হতো বলতো এসে ॥
মাতৃভাষা ত্যাজে সবাই আরবি ভাষা শিখলেরে ভাই।
তাতে ভাই ফয়দা তো নাই অবশেষে ॥
হিব্রুতে ইঞ্জিল তাওরাত আবেস্তা ভাষার খোদার মতো ।
সংস্কৃতে বেদ বেদাত্ত স্বয়ং কেন ভিন্ন ভাষে ॥
কুপমুন্ডুক হয়ো না ভাই হিসেব করে বোঝো সবাই।
খোদার সত্তার কোথাও খোঁজ নাই অধীন দুদ্দু দুষে ॥

তথ্য