গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: মহাপ্রভুর বিজয়ের কালে
৮৭
মহাপ্রভুর বিজয়ের কালে ।
দেশের যতো বিটলে বামন তীরে পাগল আখ্যা দিলে
মানুষ অবতার গৌসাই সান্তিক শরীরে উদয়।
দেখে তাই পামর সবাই ভিম্রিরোগ বলে ॥
যখন দেখে মিথ্যা কিছু নয় বৈষ্ণব এক গোত্র সৃষ্টি হয় ।
দেশের বামন মিলে সবাই শাস্তরটাকা লিখে নিলে ॥
কাজ করে না বামন শয়তান আজগুবি সব লেখে উপাখ্যান ।
লালন শীই যা আমায় ফরমান দুদ্দু তাই বলে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১৭৫।