মজিয়ে বিহার করো উভয়ে মিলে ।৩২৬
বাদশাবেগম দেখো রঙমহলে ॥
দরবারে বাজে কানাড়া তবু নাহি দেয় গো সাড়া ।
দুজনে ভাবের মরা রসের গোলমালে
সুবাসিত জল ওক্কারে রসনান্তে তাই পান করে।
যে দেখেছে ষোগের ঘরে দুইজনা মিলে
কোটির মধ্যে দুই একজন বুঝবে আমার এ বচন।
দীনহীন দুদ্দুর বিবরণ লালন শাঁই গেছেন বলে ॥